ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হামাসের হাতে বন্দি ১০০ ইসরায়েলি: মার্কিন দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
হামাসের হাতে বন্দি ১০০ ইসরায়েলি: মার্কিন দূতাবাস

ইসরায়েলের ১০০ বেসামরিক ও সৈন্যকে বন্দি করেছে হামাস গোষ্ঠী। ইসরায়েলস্থ মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে এ তথ্য প্রকাশ করেছে।

মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, ৩০০ জনেরও বেশি ইসরায়েলিকে হত্যা করা হয়েছে। এছাড়া ৫ হাজারেরও বেশি রকেট হামলা চালিয়েছে হামাস গোষ্ঠী।

হামাস গোষ্ঠীর হামলার এক ঘণ্টার মধ্যে অপহরণ এবং জিম্মি করার ঘটনা ঘটায়। তারা প্যারাগ্লাইডার এবং বুলডোজারের মাধ্যমে সীমানার বেড়া ভেঙে ইসরায়েলে অনুপ্রবেশ করে।

সোশ্যাল মিডিয়ার অনেক ভিডিওতে এরই মধ্যে দেখা গেছে, আহত ইসরায়েলি সৈন্য ও বেসামরিক নাগরিকদের হাত বাঁধা অবস্থায় হামাসের গাড়িতে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। একটি ভিডিওতে হামাস গোষ্ঠীর সদস্যদের একটি ট্রাকের পেছনে থাকা একজন নারীর মরদেহে লাথি ও আঘাত করতে দেখা যায়।

কয়েক দশকের মধ্যে শনিবার সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে হামাস। যা ইসরায়েলিরা কখনও ভাবতে পারেনি।  এ সময় হামাস গোষ্ঠী রকেট হামলা, স্থল, আকাশ ও সমুদ্রপথে আক্রমণ চালিয়েছে।

এদিকে, গাজার কর্মকর্তারা বলেছেন, উপকূলীয় ছিটমহলে তীব্র ইসরায়েলি বিমান হামলায় ২৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া এ হামলায় ১ হাজার ৭৮৮ জন আহত হয়েছে।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।