ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘শান্তির একমাত্র পথ ইসরায়েলি দখলদারত্বের অবসান’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
‘শান্তির একমাত্র পথ ইসরায়েলি দখলদারত্বের অবসান’

চলমান সংঘাতে ইসরায়েল ও ফিলিস্তিনে যারা অকল্পনীয় বেদনা এবং ভয়ের মধ্যে রয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রিটেনের লেবার দলের সাবেক নেতা জেরেমি করবিন।

এক্সে (আগের নাম টুইটার) তিনি লিখেছেন, আজ আমি সেই ইসরায়েলি ও ফিলিস্তিনিদের কথা ভাবছি, যারা অকল্পনীয় বেদনা, ট্রমা ও ভয়ে ভুগছেন।

 

তিনি লেখেন, ইসরায়েলে বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ হামলা ছিল শোচনীয়। এটি ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার ন্যায্যতা দিতে পারে না। যা তারা করেননি, এমন অপরাধের মূল্য তাদের দিতে হচ্ছে।

গাজায় ফিলিস্তিনি জনসংখ্যার অর্ধেক হলো শিশু। তারা খাবার, পানি, গ্যাস বা বিদ্যুৎ ছাড়া এক উন্মুক্ত কারাগারে বসবাস করছেন। তারা চোখের সামনে ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হতে দেখছেন। তাদের কোথাও যাওয়ার জায়গা নেই।  

Today, I'm thinking of all those in Israel and Palestine suffering unimaginable pain, trauma and fear.

The horrific attacks on civilians in Israel were deplorable. This cannot justify the indiscriminate killing of Palestinians, who are paying the price for a crime they did not…

— Jeremy Corbyn (@jeremycorbyn) October 10, 2023

জেরেমি লেখেন, আমাদের উচিত ইসরায়েলি ও ফিলিস্তিনি, সব বেসামরিকের ওপর চালানো সহিংসতার নিন্দা জানানো। অবশ্যই অবিলম্বে যুদ্ধবিরতির জন্য নতুন করে আহ্বান জানাতে হবে, যাতে আর কোনো প্রাণহানি না ঘটে।

তিনি লেখেন, যুদ্ধের সময়ে শান্তির জন্য আমাদের আরও কণ্ঠস্বর দরকার। শান্তির একমাত্র পথ দখলদারত্বের অবসান।

গেল শনিবার ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ইসরায়েল গাজায় হামলা চালায়। দুই পক্ষের মধ্যকার চলমান সংঘাতে বুধবার পর্যন্ত গাজায় ৯৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন পাঁচ হাজার বাসিন্দা। এ পর্যন্ত ১২শ ইসরায়েলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার পর গাজায় সর্বাত্মক অবরোধ আরোপের ঘোষণা দেয় ইসরায়েল।  

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।