ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজায় নিহত বেড়ে ৪ হাজার ৬৫১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
ইসরায়েলি হামলায় গাজায় নিহত বেড়ে ৪ হাজার ৬৫১ গাজার রাফাহ অঞ্চলে ইসরায়েলি বোমা হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবন থেকে এক শিশুকে উদ্ধার করা হচ্ছে। ছবি: এপি ফটো

ইসরায়েলের হামলায় গাজায় এ পর্যন্ত অন্তত চার হাজার ৬৫১ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১৪ হাজার ২৪৫ জন।

রোববার (২২ অক্টোবর) আল জাজিরা এই খবর জানিয়েছে।  

গেল ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ইসরায়েল গাজায় হামলা চালানো শুরু করে। এখনো হামলা চলছেই। গাজায় মসজিদ, হাসপাতাল ও জাতিসংঘের স্কুলেও ইসরায়েলি হামলা হয়েছে।

হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত এক হাজার ৪০৫ জন। আর আহত হয়েছেন পাঁচ হাজার ১৩২ জন।

হামাস-ইসরায়েল হামলা পাল্টা হামলার মধ্যে অধিকৃত পশ্চিম তীরে হামলা, গ্রেপ্তার ও ইসরায়েলিদের হাতে ফিলিস্তিনিদের নিহত হওয়ার ঘটনা বেড়েছে। সব শেষ রোববার সেখানে বিমান হামলাও হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে নিহত হয়েছেন ৯০ জন। আর আহত হয়েছেন এক হাজার ৪০০ জন। সেখানে গ্রেপ্তার হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

শনিবার রাতে গাজা উপত্যকায় হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩১টি মসজিদ ধ্বংস হয়ে গেছে।  

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, হামাসের হাতে ২১২ জন জিম্মি হয়ে আছেন। এর মধ্যেই গাজার বাসিন্দাদের সরে যাওয়ার জন্য নতুন করে সতর্কতা জারি করেছে ইসরায়েল।  
 
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।