ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় শিশু হত্যা আমাদের বিবেকের ওপর কলঙ্ক: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
গাজায় শিশু হত্যা আমাদের বিবেকের ওপর কলঙ্ক: ইউনিসেফ

গাজায় ইসরায়েলি হামলায় হতভম্ব হওয়ার মতো সংখ্যায় শিশু হতাহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা (ইউনিসেফ)। একইসঙ্গে সংস্থাটি বলেছে, এটা আমাদের বিবেকের ওপর কলঙ্ক।

 

তিন সপ্তাহেরও কম সময়ে গাজায় ২,৩৬০ শিশু নিহত হয়েছে জানিয়ে ইউনিসেফ অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার জন্য টেকসই ও বাধাহীন প্রবেশাধিকারের আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার ইউনিসেফ জানিয়েছে, গাজায় অবিরাম হামলায় আরও ৫ হাজার ৩৬৪ শিশু আহত হয়েছে। অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহলগুলোতে প্রতিদিন চারশর বেশি শিশু নিহত বা আহত হচ্ছে বলে জানা গেছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলের ওপর আকস্মিক হামলা চালায়, এতে ১,৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়। এরপর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় অবিরাম বোমা বর্ষণ করে কমপক্ষে ৫,৭৯১ জনকে হত্যা করেছে। গাজার প্রায় ২৩ লাখ জনসংখ্যার অর্ধেকই ১৮ বছরের কম বয়সী শিশু।

ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আঞ্চলিক পরিচালক অ্যাডেল খোদর বলেন, গাজা উপত্যকার পরিস্থিতি আমাদের সম্মিলিত বিবেকের ওপর একটি ক্রমবর্ধমান কলঙ্ক। শিশুদের মৃত্যু ও আহত হওয়ার হার বিস্ময়কর।

তিনি বলেন, এর চেয়েও ভয়ংকর বিষয় হচ্ছে, উত্তেজনা প্রশমিত না হওয়া পর্যন্ত খাদ্য, পানি, চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানিসহ মানবিক সহায়তা না দিলে দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়তেই থাকবে।

ইউনিসেফ জানিয়েছে, গাজা উপত্যকার প্রায় প্রতিটি শিশুই ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিরবচ্ছিন্ন হামলা, বাস্তুচ্যুতি এবং খাদ্য, পানি ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মারাত্মক ঘাটতির কারণে গভীর বেদনাদায়ক ঘটনা ও আঘাতের সম্মুখীন হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, পশ্চিম তীরে হতাহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে ২৮ জন শিশু নিহত এবং অন্তত ১৬০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

তিনি বলেন, হত্যা ও পঙ্গু করা, অপহরণ, হাসপাতাল ও স্কুলে হামলা এবং মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা শিশুদের অধিকারের গুরুতর লঙ্ঘন।

ইউনিসেফ জরুরি ভিত্তিতে সব পক্ষকে যুদ্ধবিরতিতে সম্মত হতে, মানবিক প্রবেশাধিকারের অনুমতি দিতে এবং সব জিম্মিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।  

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও মঙ্গলবার যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করে বলেছেন, ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হচ্ছে।

তিনি বলেন, ফিলিস্তিনিরা ৫৬ বছর ধরে দমবন্ধ দখলদারিত্বের শিকার। কিন্তু ফিলিস্তিনিদের অভিযোগ হামাসের আক্রমণকে ন্যায্যতা দেয় না। তেমনি হামাসের হামলার বিপরীতে ফিলিস্তিনি জনগণের ওপর হামলা চালানোও ন্যায়সঙ্গত নয়।  

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।