ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অনুপ্রবেশকারী ৪৩ মিয়ানমার সেনাকে ফেরত পাঠাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
অনুপ্রবেশকারী ৪৩ মিয়ানমার সেনাকে ফেরত পাঠাল ভারত

মিজোরাম সংলগ্ন মিয়ানমার অঞ্চলে বিদ্রোহী ও ক্ষমতাসীন জান্তার মধ্যে সংঘর্ষের মধ্যে কয়েক হাজার মিয়ানমারের নাগরিক আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে মিজোরামে প্রবেশ করেছে। অনুপ্রবেশকারীদের মধ্যে ৪৩ জন মিয়ানমার সেনাও ছিল, যাদের মধ্যে ৪০ জনকে ফেরত পাঠানো হয়েছে।

দু’টি এমআই-১৭ হেলিকপ্টারে তাদের মণিপুর-মিয়ানমার সীমান্তের মোরে শহরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বন্ধুত্ব সেতু পার করে তাদের নিজের দেশে পাঠিয়ে দেওয়া হয়।

এর আগে  ৪৫ জন মিয়ানমার সেনা জোকাওথান সীমান্ত চেকপোস্ট পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে আত্মসমর্পণ করেছেন বলে জানায় মিজোরাম পুলিশ। তাদের গ্রেফতার করে হেফাজতে রাখে আসাম রাইফেলস।

মিজোরাম পুলিশের আইজি লালবিয়াকথাঙ্গা খিয়াংটে মঙ্গলবার বলেন, সীমান্তবর্তী একাধিক গ্রামেরও দখল নিয়েছে বিদ্রোহী বাহিনী। তাই মায়ানমারের প্রায় ৫হাজার গ্রামবাসী আতঙ্কে ভারতে চলে এসেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সূত্রে প্রকাশ- মিজোরাম পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মীরা অনুপ্রবেশকারীদের সঠিক সংখ্যা খুঁজে বের করার চেষ্টা করছে। একই সময়ে মিজোরাম পুলিশের আইজি লালবিয়াকাথাং খিয়াংতে দাবি করেছেন, কমপক্ষে ৫ হাজার মিয়ানমারের নাগরিক মিজোরামে প্রবেশ করেছে।

মিজ়োরামের চাম্পেই জেলা লাগোয়া সীমান্তের অদূরে মায়ানমার সেনার রিখাওদর এবং খাওমাওয়ি ছাউনি দু’টি সোমবার সন্ধ্যায় বিদ্রোহী বাহিনী দখল করে। প্রাণভয়ে ৪২ জন মায়ানমার সেনা জোকাওথান সীমান্তে চেকপোস্ট পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে আত্মসমর্পণ করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।