ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দিল ফ্রান্স   

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দিল ফ্রান্স   

বিশ্বের প্রথম দেশ হিসেবে সাংবিধানিক অধিকারের স্বীকৃতি দিয়ে গর্ভপাতকে বৈধতা দিল ফ্রান্স।  

সোমবার এই স্বীকৃতি দানের লক্ষ্যে উত্থাপিত একটি বিলের সমর্থনে ভোট দিয়েছেন নিম্নকক্ষ অ্যাসম্বলি ন্যাশনাল ও উচ্চ কক্ষ সেনেটের অধিকাংশ সদস্য।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, সোমবার ফ্রান্সের সংবিধানে একটি সংশোধনী এনে গর্ভপাতের বিষয়টি যুক্ত করা হয়। এ সময় এই মুহূর্তকে করতালির মাধ্যমে স্বাগত জানান আইনপ্রণেতারা।  

ফ্রান্সে ১৯৫৮ সাল থেকেই বৈধ ভাবে গর্ভপাত করা গেলেও এর কোনো সাংবিধানিক স্বীকৃতি এতদিন ছিল না।  

এক জরিপে উঠে এসেছে দেশটির ৮৫ শতাংশ নাগরিক গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে সংবিধানে সংশোধনী আনার পক্ষে। এমনি এক প্রেক্ষাপটে ১৯৫৮ সালের সাংবিধানিক আইনে সংশোধনী আনতে সংসদে ভোটাভোটির আয়োজন করা হয়।

পাস হওয়া সংশোধনী বিলের পক্ষে ভোট দেন দেশটির ৭৮০ জন আইনপ্রণেতা। আর বিলটির বিপক্ষে ভোট দেন মাত্র ৭২ জন।  

এই সংশোধনীকে ফ্রান্সের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ভোটের পর আইফেল টাওয়ারে বিশেষ বার্তা লেখা হয় হয় ‘মাই বডি, মাই চয়েস’।  

তবে গর্ভপাতের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন ভ্যাটিকানপন্থীরা।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৪
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।