ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

খোমেনির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করল মেটা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
খোমেনির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করল মেটা

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খোমেনির ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করেছে মেটা।

মেটা জানিয়েছে, ‘বিপজ্জনক সংস্থা ও ব্যক্তিদের’ বিষয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের নীতি ‘বারবার লঙ্ঘন’ করায় খোমেনির অ্যাকাউন্টগুলো সরিয়ে দেওয়া হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এটা অবৈধ ও অনৈতিক।  

তিনি বলেন, একজন বিপ্লবী নেতার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বাতিল করাটা শুধু বাক্‌স্বাধীনতার লঙ্ঘন নয়, বরং তার লাখ লাখ অনুসারী ও সংবাদ প্রকাশের জন্যও অপমানজনক। পশ্চিমারা মত প্রকাশের স্বাধীনতার যে স্লোগান দিচ্ছে তা ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নয়, এর সবই কেবলি লোকদেখানো। এসব শ্লোগানের মাধ্যমে তারা নিজেদের অবৈধ রাজনৈতিক লক্ষ্য-উদ্দেশ্যগুলোকে ঢেকে রাখতে চায়।  

আয়াতুল্লাহ খোমেনি ও গাজার বাস্তুচ্যুত জনগণ এবং গত ৫ মাসে ৩০ হাজার ফিলিস্তিনি শহীদদের কথা সেন্সর করেছে মেটা।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।