ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩১ হাজার ৪৯০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩১ হাজার ৪৯০

চলমান ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় ফিলিস্তিনি মৃতের সংখ্যা বেড়ে ৩১ হাজার ৪৯০ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনী উপকূলীয় ছিটমহলে ১৪৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ৩০০ জনকে আহত করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল-হামাস সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা ৩১ হাজার ৪৯০ এবং আহত ৭৩ হাজার ৪৩৯ জনে পৌঁছেছে।  

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে ভারী বোমাবর্ষণ এবং সিভিল ডিফেন্স এবং অ্যাম্বুলেন্স ক্রুদের অভাবের কারণে কিছু ক্ষতিগ্রস্ত অনেক ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলি সীমান্ত দিয়ে হামাসের তাণ্ডবের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ইসরায়েল গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে একটি বড় আকারের আক্রমণ শুরু করে। হামাসের হামলার সময় ১২০০ জন নিহত হয় এবং ২০০ জনেরও বেশি জিম্মি হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বৃহস্পতিবার ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন এবং ১৫৫ জন আহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী হামলার দায় অস্বীকার করেছে এবং বলেছে, তারা ঘটনাটি মূল্যায়ন করে দেখছে।

আল শিফা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ঘরাব জানান, হতাহতদের এখনো হাসপাতালে স্থানান্তর চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, কয়েক ডজন লোক মারা গেছেন।

ঘটনার পর এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা গ্রাফিক ফুটেজে দেখা গেছে, জখম হওয়া একাধিক মরদেহ পড়ে আছে। পাশাপাশি সড়কে ধ্বংসস্তূপ ও ধুলোর পাশাপাশি রক্ত ছড়িয়ে আছে।

সূত্র: সিনহুয়া

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
জেএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।