ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘এমভি আবদুল্লাহ’য় অবস্থানরত ৪ জলদস্যুর ছবি প্রকাশ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
‘এমভি আবদুল্লাহ’য় অবস্থানরত ৪ জলদস্যুর ছবি প্রকাশ 

বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ’য় অবস্থানরত ৪ সোমালি জলদস্যুর ছবি প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী। শুক্রবার ভারতীয় নৌবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই ছবি প্রকাশ করে।

ছবিতে জাহাজের উপরের অংশে ভারী অস্ত্র হাতে টহলরত জলদস্যুদের চিহ্নিত করা হয়েছে।

ভারতীয় নৌবাহিনী সেই পোস্টে জানায়, সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজকে সহায়তা করতে এর কাছাকাছি একটি ভারতীয় যুদ্ধজাহাজ অবস্থান নিয়েছে। এছাড়াও একটি এলআরএমপি পি-৮১ দূরপাল্লার সামুদ্রিক টহল উড়োজাহাজ এলাকাটিতে টহল দিচ্ছে।

এদিকে এমভি আবদুল্লাহ’কে আগের অবস্থান থেকে আরও ৪৫-৫০ কিলোমিটার সরিয়ে নিয়েছে জলদস্যুরা। শুক্রবার (১৫ মার্চ) রাতে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪

এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।