ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় কনসার্ট সেন্টারে সন্ত্রাসী হামলায় নিহত ৪০, আহত ১০০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
রাশিয়ায় কনসার্ট সেন্টারে সন্ত্রাসী হামলায় নিহত ৪০, আহত ১০০

রাশিয়ার রাজধানী মস্কোতে সন্ত্রাসী হামলায় ৪০ জন নিহত ও ১০০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২২ মার্চ) রাতে মস্কোর কাছে ক্রোকাস সিটি হল কনসার্ট সেন্টারে ভয়াবহ এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টাস এফএসবি (রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস) সূত্র জানিয়েছে, হামলাকারীরা কনসার্ট চলাকালীন গুলি চালাতে শুরু করে।

শুক্রবার রাতের এই হামলার হতাহতের সংখ্যা জানিয়েছে রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)।

এফএসবি এক বিবৃতিতে জিনিয়েছে, ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলায় ভুক্তভোগীদের সহযোগিতা দিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্রোকাস কমপ্লেক্সে জরুরি পরিস্থিতির পর স্পেশাল সার্ভিস সক্রিয় তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রাথমিক তথ্য অনুসারে, নিহত  ৪০ ও আহত শতাধিক।

শুক্রবার মস্কোর একটি বড় কনসার্ট হলে যুদ্ধের পোশাক পরে বন্দুকধারীরা  হামলা চালায়। রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারীরা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে কনসার্টে উপস্থিত মানুষদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। হামলাকারীরা বিস্ফোরকও ব্যবহার করেছে।  ফলে মস্কোর পশ্চিমাঞ্চলে অবস্থিত ক্রোকাস সিটি হলে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

এর আগে হামলায় বেশ কয়েকজন হতাহতের আশঙ্কার কথা জানিয়েছে রুশ বার্তা সংস্থাগুলো। তবে নির্দিষ্টভাবে কোনও সংখ্যা তখন জানায়নি রুশ সংবাদমাধ্যম।

এদিকে মস্কোতে ক্রোকাস সিটিহলে হামলার সময় কনসার্টে উপস্থিত ছিলেন ৬ হাজার ২০০ জন মানুষ। ভেন্যুটির ওয়েবসাইটের তথ্য অনুসারে, ক্রোকাস সিটি হলের ধারণক্ষমতা সাড়ে নয় হাজার। হামলার সময় যে কনসার্ট চলছিল, সেটির টিকিট বিক্রি হয়েছে ৬ হাজার ২০০টি।  রাশিয়ার জনপ্রিয় রক ব্যান্ড  পিকনিকের কনসার্ট ছিল তা।  

ইন্টারফ্যাক্স বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, হামলায়  পাঁচ বন্দুকধারী অংশগ্রহণ করেছে। ধারণা করা হচ্ছে, তারা যুদ্ধের পোশাক ও  স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত ছিল।

বার্তা সংস্থা তাস -এর খবরে বলা হয়েছে, হামলার সময় ভবনে আগুন লাগে এবং আগুন লাগা ভবনের ভেতরে এখনও মানুষ আটকা রয়েছেন।

তাস জানিয়েছে, ক্রোকাস সিটি হলে আগুন নেভানোর কাজে একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। এছাড়া শতাধিক ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে।

এদিকে ক্রাসনোগর্স্কের কনসার্ট হলে হামলার পর মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাশিয়ার বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর রেলওয়ে স্টেশনগুলোতেও নিরাপত্তা জোরদার করছে।

হামলার ভিডিও দেখতে এখানে ক্লিক করুন...

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
এইচএমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।