ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ড সীমান্তে গুরুত্বপূর্ণ শহর হারালো মিয়ানমার সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৪
থাইল্যান্ড সীমান্তে গুরুত্বপূর্ণ শহর হারালো মিয়ানমার সেনাবাহিনী

পূর্বাঞ্চলীয় থাইল্যান্ড সীমান্তবর্তী একটি শহরের নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে মিয়ানমারের সামরিক সরকার। জান্তার জন্য এটি আরও একটি বড় পরাজয় কারণ এই শহরটি হল থাইল্যান্ডের সঙ্গে মিয়ানমারের স্থল বাণিজ্যের কেন্দ্রস্থল মায়াওয়াদ্দি।

  

জাতিগত কারেন বিদ্রোহী ও অন্য সশস্ত্র গোষ্ঠীগুলো মিলে গত কয়েক সপ্তাহ ধরে এই অঞ্চলে হামলা চালিয়ে আসছিল। হামলায় টিকতে না পেরে মায়াওয়াদ্দির নিরাপত্তায় নিয়োজিত শত শত সেনা শেষ পর্যন্ত আত্মসমর্পণে রাজি হয়েছে।  

শুক্রবার কারেন ন্যাশনাল ইউনিয়ন জানিয়েছে, মায়াওয়াদ্দি শহরের ১০ কিলোমিটার পশ্চিমে থাঙ্গানিনাংয়ে অবস্থিত সেনা ব্যাটালিয়নের আত্মসমর্পণের প্রস্তাব গ্রহণ করেছেন তারা।  

আত্মসমর্পণের সময় নিজেদের উচ্ছ্বসিত যোদ্ধাদের একটি ভিডিও পোস্ট করেছে  কারেন যোদ্ধারা। ওই ভিডিওতে বিপুল পরিমাণ অস্ত্রসহ অস্ত্রাগারও দেখিয়েছে তারা।  

গেল কয়েক মাসে শান রাজ্যের চীন সীমান্তবর্তী বিশাল এলাকা এবং আরাকান রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকেও জান্তা বাহিনীকে উৎখাত করেছে জান্তা বিরোধী বিদ্রোহী জোটের যোদ্ধারা। খবর বিবিসি

চলমান এই সংঘাতে হাজারো জান্তা সেনা ইতিমধ্যে নিহত হয়েছেন। অনেকে আত্মসমর্পণ করেছেন আবার অনেকে বিরোধীদের সঙ্গে যোগ দিয়েছেন। তাই সেনা ঘাটতি পূরণ করতে সাধারণ মানুষের ওপর বাধ্যতামূলক সামরিক সেবা চাপিয়ে দিয়েছে জান্তা। এছাড়াও দেশটির রাখাইনের রোহিঙ্গা পুরুষদেরও জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হচ্ছে যদিও তাদের মিয়ানমারের নাগরিকত্ব নেই।  

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।