ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সি-ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
সি-ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করল ইসরায়েল

আইরন ডোমের নেভাল ভার্সন সি-ডোম চালু করল ইসরায়েল। এটি মিসাইল এবং রকেট হামলা প্রতিরোধে সমান ভাবে কাজ করবে।

 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, গত সোমবার (৮ এপ্রিল) ইসরায়েলের দক্ষিণের শহর এলিয়েটের আকাশ সীমায় একটি সন্দেহজনক উড়ন্ত বস্তু ঢুকে পড়লে সি-ডোম সিস্টেম তা প্রতিহত করে। এতে হতাহতের কোনো ঘটনা ঘঠেনি। তবে ওই উড়ন্ত বস্তুটি ড্রোন কী না তা পরিষ্কার করেনি তারা।

মোতায়ন করার পর থেকে এটিই ছিল সি-ডোমের প্রথম অপারেশনাল ব্যবহার। খবর এনডিটিভি

গত ফেব্রুয়ারি মাসেও ইসরায়েলের এই শহরটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল ইয়ামেনের হুতি বিদ্রোহীরা।

ইসরায়েলি সমরাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাফায়েল জানায়,  জার্মানির তৈরি সার-৬ ক্লাসের করভেটে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়েছে। সি-ডোম যে ইন্টারসেপ্টর ব্যবহার করে তা আইরন ডোমের মতোই।

আইরন ডোম হামাসের ছোঁড়া অসংখ্য রকেট ধ্বংস করেছে। এই সিস্টেমটি প্রতিবার ব্যবহারে ৫০ হাজার ডলার খরচ হয়।

বাংলাদেশ সময়:১১০৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৪
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।