ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার নির্বাচনে বিরোধীদের বড় জয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৪
দক্ষিণ কোরিয়ার নির্বাচনে বিরোধীদের বড় জয়

দক্ষিণ কোরিয়ার সাধারণ নির্বাচনে হেরে গেছে বর্তমান ক্ষমতাশীন দল পিপলস পাওয়ার পার্টি। বিপরীতে ছোট কয়েকটি দলের সঙ্গে মিলে প্রধান বিরোধী দল দ্য ডেমোক্রেটিক পার্টি (ডিপিকে) পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে ১৯২টি আসন জিতে নিয়েছে।

জয়ের পর ডিপিকের নেতা লি জে-মিয়াং বলেছেন, এটা শুধু ডেমোক্রেটিক পার্টির বিজয় নয়, এটা মানুষের বিজয়। উভয় পক্ষের রাজনীতিকদের এখন চলমান অর্থনৈতিক সংকট কাটানোর জন্য কাজ করতে হবে। মানুষের জীবনমানের উন্নয়নে ডেমোক্রেটিক পার্টি সমাধান বের করার কাজে নেতৃত্ব দেবে।

২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ইউনের কাছে সামান্য ভোটে হেরে গিয়েছিলেন লি। তিনিই এখন প্রেসিডেন্ট নির্বাচন হতে পারেন। খবর বিবিসি

বর্তমান প্রেসিডেন্ট ইউন একাধিক বিষয় নিয়ে চাপের মধ্যে আছেন। এর মধ্যে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, বয়স্ক মানুষদের সংখ্যা বৃদ্ধি ও চিকিৎসকদের চলমান ধর্মঘট অন্যতম।

নির্বাচনে পরাজয়ের পর ইউলের মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হান ডা-সু ও ক্ষমতাসীন দলের নেতা হ্যান ডন-হুং পদত্যাগ করেছেন।

 

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা,এপ্রিল ১১, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।