ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল সম্পর্কে উত্তেজনা, সংযত থাকতে বলল জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
ইরান-ইসরায়েল সম্পর্কে উত্তেজনা, সংযত থাকতে বলল জার্মানি দামেস্কে দূতাবাসে হামলার জবাব দিতে চায় ইরান

ইরান ও ইসরায়েলের সম্পর্কে এখন প্রবল উত্তেজনা দেখা দিয়েছে। ইরানের অভিযোগ, সিরিয়ায় তাদের দূতাবাসে ইসরায়েলি বিমান হামলায় দুই জেনারেল-সহ রেভল্যুউশনারি গার্ডের সাতজনের মৃত্যু হয়েছে।

এরপর ইরানের সর্বোচ্চ নেতা খামেনি জানিয়ে দিয়েছেন, ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়া হবে।

এ পরিস্থিতিতে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমিরআবদুল্লাহিয়ানের সঙ্গে। মধ্যপ্রাচ্যের উত্তেজক পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে কথা হয়েছে।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,  ওই অঞ্চলে সবার স্বার্থে সংঘাত আর বাড়ানো উচিত নয়। আমরা ওই অঞ্চলে সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ করছি, তারা যেন সর্বোচ্চ সংযম দেখান এবং দায়িত্বশীল আচরণ করেন।   

পরে চিলির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বেয়ারবক বলেন আর কাউকে আগুনে ঘি ঢালতে দেয়া উচিত হবে না। পরিস্থিতি আরো ভয়ংকর হওয়াটা কাঙ্ক্ষিত নয়।  

বেয়ারবক বলেন, তিনি আমিরআবদুল্লাহিয়ানকে জানিয়ে দিয়েছেন, ওই অঞ্চলে সব পক্ষকেই চূড়ান্ত সংযমের পরিচয় দিতে হবে।

এদিকে জার্মানির বিমানসংস্থা লুফৎহানসা সিদ্ধান্ত নিয়েছে, মধ্যপ্রাচ্যের উত্তেজক অবস্থার কথা মাথায় রেখে শনিবার পর্যন্ত তারা তেহরানে ফ্লাইট চালাবে না।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তারা দেশকে রক্ষা করার জন্য প্রস্তুত।

তিনি বলেন, কেউ যদি আমাদের ক্ষতি করতে চায়, তাহলে আমরাও দেশের স্বার্থে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৈরি।  

ইসরায়েলের সামরিক মুখপাত্র বলেছেন, ইসরায়েল বিভিন্ন পরিস্থিতির মোকাবিলায় সম্পূর্ণভাবে তৈরি আছে। বেসামরিক মানুষকেও আলাদা করে কোনো প্রস্তুতি নিতে হবে না।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা,  এপ্রিল ১২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।