ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিডনির শপিংমলে ছুরি নিয়ে হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৪
সিডনির শপিংমলে ছুরি নিয়ে হামলা,  নিহত ৬

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শপিংমলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পাঁচজন নিহত হয়েছেন। পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছেন।

পুলিশ জানায়, শনিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে বন্ডি জংশন শপিং সেন্টারে এই হামলা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, একজন পুরুষ একটি ছুরি নিয়ে এই হামলা চালায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। তাকে থামাতে পুলিশ গুলি চালালে হামলাকারীও নিহত হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়।

এই হামলায় আরও অন্তত ৯ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। এই সময় নয় মাস বয়সের এক শিশুর ওপরও ছুরি চালানো হয়।

শপিং মলটির অবস্থান সিডনির ওয়েস্টফিল্ড এলাকায়। হামলা পর পুলিশ মলটির আশপাশের এলাকায় যান চলাচল সীমিত রাখেছে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।