ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে ভারতীয় সেনাদের ওপর জঙ্গি হামলায় একজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মে ৫, ২০২৪
কাশ্মীরে ভারতীয় সেনাদের ওপর জঙ্গি হামলায় একজন নিহত

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় বিমানবাহিনীর গাড়িতে জঙ্গি হামলায় আহত এক সেনা মারা গেছেন। শনিবার এক অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি।

হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। ভারতীয় বিমানবাহিনীর আরও চার সেনা ওই হামলায় আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে আরও এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে।

পুঞ্চের সুরানকোটে এলাকার সানাই গ্রামে শনিবার ভারতীয় বিমানবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এই হামলায় আহত সেনাদের প্রত্যেকেরই শরীরে এক বা একাধিক গুলি লেগেছে। সেখান থেকে তাদের উদ্ধার করে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয় উধমপুর সেনা হাসপাতালে। সেখানে এক সেনার মৃত্যু হয়। খবর আনন্দ বাজার

শনিবার হামলার পর থেকেই ওই এলাকায় তল্লাশি শুরু করেছে নিরাপত্তাবাহিনী। জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার যৌথ তল্লাশি অভিযান চলছে।

এ বছর ওই অঞ্চলে প্রথমবারের মতো এত বড় হামলা হয়েছে। গত বছর অঞ্চলটিতে সেনাদের লক্ষ্য করে একাধিক ভয়াবহ হামলা হলেও কয়েক মাস পরিস্থিতি বেশ শান্ত ছিল।

বাংলাদেশ সময় ১০৪৮ ঘণ্টা,মে ৫, ২০২৪
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।