ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৪৮ ঘণ্টায় ৬১ ফিলিস্তিনিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৪
৪৮ ঘণ্টায় ৬১ ফিলিস্তিনিকে হত্যা

গত ৪৮ ঘণ্টায় গাজা উপত্যকায় অন্তত ৬১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দেওয়ার পাশাপাশি জানিয়েছে, ইসরায়েলি হামলায় ১৬২ জন আহত হয়েছে।

সবমিলিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪০ হাজার ৯৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সময়ে আহত হয়েছে ৯৪ হাজার ৬১৬ জন। খবর আল জাজিরার।

সংশ্লিষ্টরা আরও জানিয়েছেন, নতুন এ হামলায় বিধ্বস্ত হওয়া ভবনগুলোর নিচে এখনো কয়েক হাজার মানুষ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

গাজার রাফা শহরে নতুন করে হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। রাফা শহরের দক্ষিণ-পূর্বে কারেম আবু সালেম ক্রসিংয়ের কাছে ইসরায়েলি গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।