ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিতে নিহত ৪, আহত ডজনখানেক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিতে নিহত ৪, আহত ডজনখানেক

যুক্তরাষ্ট্রের অ্যালাব্যামা অঙ্গরাজ্যের বার্মিংহাম শহরে সন্ত্রাসীদের এলাপাতাড়ি গুলিতে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ডজনখানেক লোক।

খবর বিবিসির।

রোববার (২২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, একাধিক বন্দুকধারী শহরে একদল লোকের ওপর এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। এ সময় হতাহতের ঘটনাটি ঘটে।

বার্মিংহাম শহরের পুলিশ কর্মকর্তা ট্রুম্যান ফিটজেরাল্ড এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার গভীর রাতে শহরের ফাইভ পয়েন্ট সাউথ এলাকায় ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। নৈশ জীবনের এই এলাকার জনপ্রিয়তা রয়েছে।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে দুজন পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করে। চতুর্থ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন।

ফিটজেরাল্ড জানিয়েছেন, বন্দুকধারীরা পায়ে হেঁটে নাকি গাড়ি চালিয়ে এসেছিল, তা তদন্ত করে দেখছেন গোয়েন্দা কর্মকর্তারা। এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা হয়নি। আক্রান্ত এলাকা থেকে গুলি শিকার কয়েক ডজন ব্যক্তিকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে অন্তত চারজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যমতে, যুক্তরাষ্ট্রজুড়ে চলতি বছর এখন পর্যন্ত ব্যাপক পর্যায়ে চার শতাধিক এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা হয়েছে। ব্যাপক পর্যায়ের হামলা বলতে সে সব ঘটনাকে বোঝায়, যেখানে অন্তত চার বা তার বেশি মানুষ আহত বা নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।