ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৫১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৫১

ইরানের একটি কয়লা খনিতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন।

রোববার দেশটির গণমাধ্যম জানিয়েছে, বছরে দেশটির সবচেয়ে মারাত্মক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।

সরকারি আইআরএনএ বার্তা সংস্থা জানিয়েছে, পূর্ব ইরানের তাবাস খনিতে বিস্ফোরণে মৃত শ্রমিকের সংখ্যা বেড়ে ৩০ থেকে ৫১ জনে দাঁড়িয়েছে।  এতে আরও ২০ জন আহত হয়েছেন।

ওই বার্তা সংস্থা আরও জানিয়েছে, শনিবার রাত ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটে। দক্ষিণ খোরাসান প্রদেশের ওই কয়লা খনিতে এ সময় প্রায় ৭০ শ্রমিক ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মিথেন গ্যাসের লিকেজ থেকে খনির দুটি ব্লকে বিস্ফোরণ ঘটে। যেটির মালিকানাধীন ইরানি প্রতিষ্ঠান মাদানজু।  

রাষ্ট্রীয় টিভি সম্প্রচার করেছে, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তাবাসে অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার পাঠানো হয়েছে।  

আইআরএনএ অনলাইন ফুটেজে কিছু মরদেহ দেখিয়েছে, মরদেহগুলোর শরীরে কাজের পোশাক পরা।

দক্ষিণ খোরাসানের গভর্নর জাভেদ ঘেনাত রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, উদ্ধারকারী দলগুলো বাকি মরদেহ উদ্ধারে কাজ করছে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি বলেছেন, বিস্ফোরণটি খনিতে গ্যাসজনিত কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়ার আগে রাষ্ট্রীয় টিভির মাধ্যমে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মারাত্মক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

সূত্র: ডন

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।