ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সিগেরু ইশিবা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৪
জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সিগেরু ইশিবা

সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শিগেরু ইশিবা শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তার দলের নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের পর জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

৬৭ বছর বয়সী এ ব্যক্তি দীর্ঘদিনের শাসক কেলেঙ্কারিতে জর্জরিত লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নিয়ন্ত্রণ নেন এবং নিম্নকক্ষে তার দলের সংখ্যাগরিষ্ঠতার কারণে অক্টোবরে সংসদের অধিবেশন শুরু হলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির কমান্ড গ্রহণ করবেন।

খবর সিএনএন’র

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রায় সাত দশকব্যাপী জাপান শাসন করছে এলডিপি। পার্লামেন্টে তাদেরই সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলের নেতাই পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে প্রায় নিশ্চিতভাবে বলা যায়। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ইশিবা।

আগামী সোমবার পদত্যাগ করবেন কিশিদা ও তার মন্ত্রীসভা। মঙ্গলবার এক বিশেষ অধিবেশনে ইশিবাকে তার দায়িত্ব অর্পণ করা হবে।

ভোটে জয়লাভের পর এলডিপির আইনপ্রণেতাদের উদ্দেশ্যে এক বার্তায় ইশিবা বলেছেন, জনগণের ওপর আমাদের আস্থা রাখতে হবে। সাহস ও দায়িত্ববোধের সঙ্গে সত্যের পথে থাকতে হবে। আমরা সবাই যেন আবার হাসিমুখে বাঁচতে পারি, সেটা নিশ্চিতে জাপানকে নিরাপদ করে তুলতে আমরা একসঙ্গে কাজ করে যাব।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।