ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৩৪ জন বন্দিকে মুক্তি দিতে চায় হামাস।
একজন উচ্চপদস্থ হামাস কর্মকর্তা বিবিসিকে এমন একটি তালিকা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিওয়েছে সংবাদমাধ্যমটি।
বিবিসিকে দেওয়া সেই তালিকায় রয়েছে ১০ জন নারী ও ১১ জন পুরুষ, যাদের বয়স ৫০ থেকে ৮৫ বছর। আরও রয়েছে শিশু এবং কয়েকজন অসুস্থ বন্দি। এর আগে হামাস দাবি করেছিল, এই শিশুদের মধ্যে কয়েকজন ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, তারা হামাসের কাছ থেকে কোনো বন্দির তালিকা পায়নি। এক বিবৃতিতে তারা জানায়, মিডিয়ায় প্রকাশিত অপহৃতদের কোনো তালিকা হামাসের মাধ্যমে আমাদের কাছে আসেনি। এটি মূলত ২০২৪ সালের জুলাই মাসে ইসরায়েলের পক্ষ থেকে মধ্যস্থতাকারীদের কাছে পাঠানো হয়েছিল।
তারা আরও জানায়, এখন পর্যন্ত তালিকাভুক্ত বন্দিদের অবস্থান বা অবস্থা সম্পর্কে হামাস থেকে কোনো তথ্য বা নিশ্চয়তা পাওয়া যায়নি।
অনেকে মনে করছেন, হামাসের বন্দিদের এই তালিকা প্রকাশ ইসরায়েলি সরকারের ওপর জনমতের চাপ বাড়ানোর একটি কৌশল হতে পারে।
এদিকে, দোহায় শনিবার যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ পর্যন্ত কোনো বড় ধরনের অগ্রগতি হয়নি। এক হামাস কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইসরায়েলি বন্দিদের মুক্তি সংক্রান্ত কোনো চুক্তি নির্ভর করছে গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতির চুক্তির ওপর।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত ইসরায়েল যুদ্ধবিরতি বা গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে কোনো আগ্রহ দেখায়নি।
সম্প্রতি হামাস ১৯ বছর বয়সী ইসরায়েলি বন্দি লিরি আলবাগের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে লিরি তার সরকারের কাছে বন্দি বিনিময়ের একটি চুক্তি করার অনুরোধ করেন। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার নাহাল ওজ সেনা ঘাঁটিতে হামাসের হামলার সময় ছয়জন নারী সৈন্যের সঙ্গে লিরি আটক হন।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
এমএম