ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওবামাকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১০
ওবামাকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা

নয়াদিল্লি: ভারতের রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে সোমবার সকালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হয়েছে।

ভারত সফরের তৃতীয় দিনে বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামাকে রাষ্ট্রপতি ভবনে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।

এখানে ওবামাকে অভ্যর্থনা জানান ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, তার স্বামী দেবিসিং পাতিল, প্রধানমন্ত্রী মনমোহন সিং ও তার স্ত্রী গুরুশরন কাউর।

গত শনিবার ওবামা ভারত সফরে এসেছেন। ভারতে চাকরির বাজার, বিনিয়োগ সৃষ্টি, রপ্তানি পথ উন্মুক্তসহ নানা বিষয়ে সম্পর্কোন্নয়নে তিনি এ সফর করছেন।

সোমবার তিনি ভারতের পার্লামেন্টের নিম্নক লোকসভায় বক্তব্য রাখবেন।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, নভেম্বরে ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।