ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওবামার সফরের প্রতিবাদে ঝাড়খণ্ডে মাওবাদীদের বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১০
ওবামার সফরের প্রতিবাদে ঝাড়খণ্ডে মাওবাদীদের বিস্ফোরণ

রাঁচি: ওবামার ভারত সফরের প্রতিবাদে মাওবাদীরা ঝাড়খণ্ডের রেলওয়ে স্টেশন এবং দুটি সরকারি ভবনে বিস্ফোরণ ঘটিয়েছে। একইসঙ্গে তারা এক রেলওয়ে কর্মকর্তাকে অপহরণ করেছে বলেও সোমবার পুলিশ জানিয়েছে।



মাওবাদী গেরিলারা রোববার দিন শেষে রাঁচি থেকে ১৭০ কিলোমিটার দূরের পালামাউ জেলার সাতবাহানি রেলওয়ে স্টেশনের একাংশে বিস্ফোরণ ঘটায়। পরে তারা স্টেশনের ম্যানেজারকে অপহরণ করে বলে পুলিশ কর্মকর্তা জানান। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের প্রতিবাদ করার সময় তাদের বাধা দেওয়ায় মাওবাদীরা এ ঘটনা ঘটায়।

আলাদা একটি ঘটনায় মাওবাদীরা পালামাউ এর বিশ্বরামপুর ব্লকের রাজহারা গ্রাম ও নাভা ব্লকের বাসনা গ্রামের পঞ্চায়েত ভবনে ডিনামাইটের সাহায্যে বিস্ফোরণ ঘটায়। তবে কোনো ঘটনাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ভারতীয় মাওবাদীদের বেআইনি কমিউনিস্ট পার্টি রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত সব কিছু বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চারদিনের ভারত সফরের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয় দলটি।

ধর্মঘটের ডাক দেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগাম সতর্কতা হিসেবে কোল ইন্ডিয়ান কোর্ড (সিআইসি) রেল শাখার পাঁচটি ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। আর চারটি ট্রেনের রুট পরিবর্তন করেছে কর্তৃপ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২০১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।