ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ত্বক থেকে রক্ত তৈরির কৌশল উদ্ভাবন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১০
ত্বক থেকে রক্ত তৈরির কৌশল উদ্ভাবন

ওয়াশিংটন: একজন ব্যক্তির ত্বককে রক্তে রূপান্তর করার পন্থা খুঁজে পেয়েছেন একদল স্টেম সেল গবেষক, যা ক্যান্সারসহ নানা অসুখের চিকিৎসায় কার্যকর। এসংক্রান্ত একটি গবেষণা রোববার প্রকাশিত হয়েছে।



নেচার নামের একটি জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, গবেষকরা এক ব্যক্তির ত্বক থেকে নেওয়া একগুচ্ছ কোষকে রক্তে রূপান্তর করেন। যা একই জিনগত বৈশিষ্ট্য সম্পন্ন। তবে এতে কোনো ভ্রুণ কোষ ব্যবহার করতে হয়নি।

কানাডার ওন্টারিও শহরের ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানান, আমরা নমুনা ত্বক ব্যবহার করেই এটা থেকে রক্তে রূপান্তরের উপায় উদ্ভাবন করেছি। তবে এই উদ্ভাবন এখনো প্রাথমিক অবস্থায় রয়েছে বলেও তারা জানান।

এই উদ্ভাবনের পর ব্লাড ক্যান্সার বা অন্যান্য রক্ত সমস্যার সমাধান হতে পারে, এতে অন্য কারও রক্ত বা অস্থিমজ্জা (বোন ম্যারো) দানের ওপর নির্ভর করতে হবে না। ক্যান্সার আক্রান্ত ব্যক্তির নিজের ত্বক থেকে রক্ত তৈরির মাধ্যমে এই চিকিৎসা সম্ভব।

ওই বিশ্ববিদ্যালয়ের স্টেম সেল ও ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক পরিচালক মিক ভাটিয়া গত দুই বছর ধরে পরিচালিত এই কৌশল উন্নয়নে সহায়তা করেছেন।

ভাটিয়া বলেন, বেশ কয়েক মাস ধরে এই কৌশলের সঙ্গে লেগে থাকার পর প্রথম রক্তকণিকা দেখতে পেয়ে আশ্চর্য হন তিনি। তিনি বলেন, ‘আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি। ভেবেছিলাম এটা অন্য ধরনের কোষ। ’

তিনি জানান, সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে, এর জন্য কোনো ভ্রুণ কোষ ব্যবহার করতে হয়নি। রোগীর বিশেষ কোষই এতে ব্যবহার করা হয়। সেকারণে এতে কোনো নৈতিক কোনো ঝামেলা নেই।

আগে এ ধরনের গবেষণায় স্টেম সেল ব্যবহার করতে হতো। মধ্যবর্তী বিভিন্ন ধাপ ছিলো, এতে অনেক ধরনের কোষ তৈরি হতো।   এটাকে রক্তকণিকায় রূপান্তর করা হতো। এতে উৎপন্ন কোষগুলো ভ্রুণ কোষের স্টেম সেলের মতোই।

বাংলাদেশ সময়: ২৮২৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।