ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে ভারতকে ওবামার সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১০
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে ভারতকে ওবামার সমর্থন

নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের জন্য ভারতের পক্ষে নিজের সমর্থন জানিয়েছেন। সোমবার ভারতীয় পার্লামেন্টে তার ভাষণে তিনি এ অভিমত ব্যক্ত করেন।



পার্লামেন্টে তিনি বলেন, ‘জাতিসংঘের মতো একটি সংস্থাকে সঙ্গে নিয়ে আমেরিকা যে ন্যায় ও মজবুত পৃথিবী খুঁজছে সেটা পর্যাপ্ত, কার্যকর, বিশ্বাসযোগ্য ও বৈধ। ’

তিনি বলেন, ‘এ কারণেই আজ (সোমবার) বলতে পারছি, সামনের কয়েক বছরের মধ্যে আমি পুনর্গঠিত নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্যদেশ হিসেবে দেখছি। ’ সোমবার ওবামার ভারতে রাষ্ট্রীয় সফরের শেষদিন।

তবে ওবামা সতর্ক করে বলেন, মতা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দায়িত্বও বেড়ে যায়। আর ভবিষ্যৎ নিরাপত্তা সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পরিষদের কার্যকারিতা, সিদ্ধান্ত বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা আরোপ--এগুলো নিশ্চিত করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা উইলিয়াম বার্নস বলেন, ওবামার ভাষণে ভারতের উত্থান ও তাৎপর্যের বিষয়টি পরিষ্কার বোঝা যাচ্ছে।

তবে তিনি সতর্ক করে বলেন, নিরাপত্তা পরিষদকে পুনর্গঠিত করার এই ঘোষণা একটি  জটিল ও কঠিন প্রক্রিয়ার ছোট পদপে মাত্র।

এ মুহূর্তে কেবল ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। যে কোনো ধরনের সিদ্ধান্ত এরা প্রত্যাখ্যান করতে পারে। চলতি বছরের পয়লা জানুয়ারিতে পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে ভারত। দুই বছর এ পদে থাকবে দেশটি। এশিয়ার একমাত্র দেশ হিসেবে চীন এই পরিষদের স্থায়ী সদস্য।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।