ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সবচয়ে বড় নামের অধিকারী জার্মান!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১০

বার্লিন: কখনোই শেষ না হওয়া জার্মান ভাষার শব্দগুলো যে কতটা পীড়াদায়ক তা ভুক্তিভোগী মাত্রই জানেন। আর এর মধ্যে যদি পৃথিবীর সবচেয়ে লম্বা নামের অধিকারী হন এক জার্মান, তাহলে অবস্থাটা কি হবে তা অচিন্তনীয়।



বুঝতে পারছেন না? তাহলে এই নামটি একটু পড়ার চেষ্টা করুন তো: ব্রেন্ড ওট্টোভোরডেমজেন্টসচেনফেল্ডে।  

অবাক হচ্ছেন? না, এটা সত্যিই একজন মানুষের নাম। আরও ভাল করে বললে এক জার্মানের নাম এবং এ নামের জন্যই আজ তিনি বিশ্বখ্যাত।

জার্মানির সংবাদপত্র বিল্ডকে ওট্টোভোরডেমজেন্টসচেনফেল্ডে বলেন, ‘নামটি কখনই কোনো আবেদনপত্রে জায়গা হতোনা। নামের কোটা পূরণ করা ছিলো একটি দুঃস্বপ্ন। প্রায়ই আমি নামটি সংক্ষেপে লিখতাম, বিশেষত ক্রেডিট কার্ডে। ’

লিইপজিগ বিশ্ববিদ্যালয়ের নাম বিশেষজ্ঞ জুডিথ শনের বরাত দিয়ে সংবাদপত্রটিতে বলা হয়, ‘কোনো খালি জায়গা বা হাইফেন না দিয়ে একসঙ্গে ২৪টি অক্ষর এখনো আর কোনো নামের ক্ষেত্রে দেখা যায়নি। ’

ফোনে নিজের পরিচয় দিতে অনেক সময় ব্যয় হয় এবং এরকম দৈনন্দিন আরও জটিলতা সত্ত্বেও নিজের অদ্ভুত নামটি নিয়ে খুশিই ওট্টোভোরডেমজেন্টসচেনফেল্ডে।

তিনি নিজেই নিজের নামের প্রতিদ্বন্দ্বি জানিয়ে কতগুলো সাধারণ জার্মান নামের উল্লেখ করে ওট্টোভোরডেমজেন্টসচেনফেল্ডে বলেন, ‘এটা একদমই একক। আমি কখনোই ক্রাউসে বা মুইলের হতে চাই না।

এছাড়া তার নামই সবচেয়ে বড় নাম এটা জানার পর তিনি বলেন, ‘আমার বাবা আমাকে দুইজনের জন্য উপযুক্ত একটি নাম দিতে চেয়েছিলেন, কিন্তু আমার মা তাকে সফলতার সঙ্গে বোঝাতে সক্ষম হন। ’

এদিকে সংক্ষেপে তাকে ‘ওট্টো’ বলে ডাকে তার স্ত্রী ও সন্তানেরা ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।