ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতীয় বস্ত্র ও শিল্পকর্মের নমুনা সংগ্রহ করেছেন মিশেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১০
ভারতীয় বস্ত্র ও শিল্পকর্মের নমুনা সংগ্রহ করেছেন মিশেল

নয়াদিল্লি: মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা সোমবার সকালে ভারতের জাতীয় তাঁত ও হস্তশিল্প জাদুঘর পরিদর্শন করেছেন। এসময় তিনি দেশটির ঐতিহ্যবাহী বস্ত্র ও হস্তশিল্পের কিছু নমুনা সংগ্রহ করেন।



আটটি যানের একটি বহর সকাল পৌনে এগারোটায় মিশেল ওবামাকে নিয়ে প্রগতি ময়দান কমপ্লেক্সে পৌঁছে। এর আগে তিনি বারাক ওবামার সঙ্গে রাজঘাটে মহাত্মা গান্ধীর জাদুঘর পরিদর্শন করেন।

তবে পরে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে আলোচনার জন্য হায়দারাবাদের যাওয়ার কারণে হস্তশিল্প জাদুঘর পরিদর্শনে মিশেল ওবামার সঙ্গী হননি ওবামা।
জাদুঘরের পরিচালক রুচিরা ঘোষ মিশেল ওবামাকে ভারতের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্প, গ্রামীণ হস্তশিল্প এবং শিল্পকর্ম দেখান।

মিশেল ওবামার আগমন উপলক্ষ্যে সারা দেশের প্রায় ২০ জন নারী শিল্পী তাদের শিল্পকর্ম প্রদর্শণ করেন। এর মধ্যে পশ্চিমবঙ্গের পথচারী চিত্রকর্ম, পাঞ্জাবের ফুলকুড়ি তাঁত, কর্ণাটকের ফোসা চিত্রকর্ম, জম্মু-কাশ্মীরের শাল এবং হিমাচল প্রদেশের হস্তশিল্প উল্লেখযোগ্য ছিলো।

ভারতের সমৃদ্ধ ঐতিহ্যবাহী শিল্পকর্ম অভিভূত করে মিশেল ওবামাকে। এসময় তিনি একটি বেসরকারি সংগঠনে জীবিকার তাগিদে হস্তশিল্প পেশার সঙ্গে জড়িত ১৫ জন সুবিধাবঞ্চিত মেয়ের সঙ্গে কথা বলেন।

তিনি তাদের কল্যাণের বিষয়ে প্রচন্ড আগ্রহ দেখান বলে জাদুঘর থেকে জানানো হয়। একইসঙ্গে এসব মেয়ের জীবনযাপনসহ ভারতের হস্তশিল্প ও অন্যান্য শিল্পকর্ম সম্পর্কেও জানতে চান তিনি।

একইসঙ্গে তিনি পশ্চিম বঙ্গের লোকগীতিও শোনেন।

সোমবার জাদুঘরে সরকারি ছুটি থাকলেও ফার্স্ট লেডির আগমন উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থায় তা খোলা রাখা হয়।    

ঐতিহ্যবাহী শিল্পকর্ম সংরক্ষণের লক্ষ্য নিয়ে ১৯৫০ সাল থেকে জাতীয় তাঁত ও হস্তশিল্প জাদুঘর কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৯৫৩ ঘন্টা, নভেম্বর ৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।