ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাড়ি ফিরতে শুরু করেছেন মিয়ানমারের আদিবাসী বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০

ইয়াঙ্গুন: সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর পালিয়ে যাওয়া মিয়ানমারের আদিবাসী বিদ্রোহীরা দেশে ফিরতে শুরু করেছে। সরকারি বাহিনীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা ধীরে ধীরে দেশে ফিরছে।



রোববারের নির্বাচনের পর সৃষ্ট সহিংসতার পরিপ্রেক্ষিতে পাশ্ববর্তী দেশ থাইল্যান্ডে পালিয়ে যায় প্রায় ২০ হাজার মানুষ। মিয়ানমার সরকার মঙ্গলবার সংঘর্ষ বন্ধের ঘোষণা দেয়।  

দেশটিতে দীর্ঘ ২০ বছর পর গত ৭ নভেম্বরের নির্বাচনে জান্তা সরকারের সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ৮০ শতাংশ আসন পেয়ে বিপুল ভোটে জয় লাভ করেছে। মিয়ানমারের সংসদের ২৫ শতাংশ আসন সেনা সদস্যদের জন্য সংরক্ষিত।

এদিকে বিরোধী দলগুলোর নির্বাচনে ভোট জালিয়াতি ও প্রতারনার অভিযোগ জানিয়েছে। ন্যাশনাল ডেমোক্রেটিক ফোর্সের নেতা থিন মাং সোই অভিযোগ করে বলেন, ভোট চুরির সব পদ্ধতিই ইউনিয়ন সলিড্যারিটি অ্যান্ড ডেভেলোপমেন্ট (ইউএসডিপি) দল অবলম্বন  করেছে। ’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জাতিসংঘ মহা সচিব বান কি মুনসহ পশ্চিমা বিশ্ব মিয়ানমারের প্রহসণের নির্বাচনের নিন্দা জানিয়েছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।