ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিউলে জি-২০ বিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০
সিউলে জি-২০ বিরোধী বিক্ষোভ

সিউল: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে জি-২০ সম্মেলনবিরোধী বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করেছে আন্দোলনকারীরা। এতে দক্ষিণ কোরিয়ার শ্রমিক ও নাগরিক শ্রেণীর লোকজনসহ বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরাও অংশ নেয়।



সিউল স্টেশনের পাশে শত শত মানুষ বিশাল একটি মিছিলে অংশ নেয়। মিছিলে সম্মেলনের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। ৮৩টি নাগরিক সংগঠনের মধ্যে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, মানবাধিকার কর্মী ও সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী।

বৃহস্পতিবার ও শুক্রবার জি-২০ সম্মেলনকে সামনে রেখে শহরে পরিকল্পিতভাবেই এ কর্মসূচির আয়োজন করা হয়। সম্মেলনে বিশ্বের ২০টি দেশের প্রভাবশালী নেতৃবৃন্দ ও বিভিন্ন বাণিজ্য প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত আছেন।

বিক্ষোভকারীরা চাকরির নিশ্চয়তা, সম্পদের স্বচ্ছ বণ্টন ও বৈষম্যমূলক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বাতিলের দাবি করেন। হাতে ধরা প্ল্যাকার্ডে জি-২০-র উদ্দেশে লেখা রয়েছে, ‘মানুষের জন্য সংকট সৃষ্টি করা চলবে না’, ‘জি-২০ বন্ধ কর’, ‘এফটিএ বাতিল কর’।

আয়োজকরা জানায়, বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক বিক্ষোভকারী এতে অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।