ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-চীনের একযোগে কাজ করার অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০
যুক্তরাষ্ট্র-চীনের একযোগে কাজ করার অঙ্গীকার

সিউল: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রতিপ চীনের হু জিনতাও বৃহস্পতিবার একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন। বাণিজ্য ও মুদ্রাব্যবস্থা নিয়ে দেশ দুটির মধ্যে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে।

খবর এএফপি’র।

ওবামার মতারোহনের পর এই দুই নেতা সপ্তম বারের মতো জি-২০ সম্মেলনের পাশাপাশি একান্ত মুখোমুখি আলোচনায় বসলেন। এটা অব্যাহত রাখার জন্য আগামী জানুয়ারিতে হু জিনতাও রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনের উদ্দেশে পাড়ি দিতে পারেন বলে আশা করা হচ্ছে।

মার্কিন কর্মকতারা জানান, ৮০ মিনিটের আলোচনায় মূলত বাণিজ্য বিনিময়ের হারসংক্রান্ত নীতি ও বিস্তৃত পরিসরে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কোন্নয়নে পরিবেশ তৈরি বিষয়ে দুই নেতা কথা বলেন।

হুয়ের সঙ্গে আবার সাক্ষাৎ করা ‘চমৎকার’ বলে অনুভূতি ব্যক্ত করেছেন ওবামা। নেতৃস্থানীয় অর্থনৈতিক ও পরমাণু শক্তিধর দেশ দুটির অস্ত্র বিস্তাররোধ এবং মজবুত, ভারসাম্যমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে একযোগে কাজ করা আবশ্যকীয় কর্তব্য।

বেশ কয়েক মাস ধরে অর্থনীতি, মুদ্রাব্যবস্থা নিয়ে দেশ দুটির মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই রয়েছে। এছাড়া চীনকে পেছনে ফেলে এশিয়ায় মার্কিন প্রশাসনের যোগাযোগ বৃদ্ধির ফলে সম্পর্কের অবনমন ঘটে।

হু জিনতাও তার প্রতিক্রিয়ায় ওবামাকে জানিয়েছেন, বেইজিং তার মুদ্রাব্যবস্থার সংস্কার করতে অবিচল রয়েছে। তবে এর আগে একটি সুস্থ বৈশ্বিক অর্থব্যবস্থা দরকার।

চীনের ব্যবসায়ীদের শক্তি বৃদ্ধি করতে ইউয়ানের অব্যাহত মুদ্রাস্ফীতি ঘটানোয় যুক্তরাষ্ট্র তার অসহিষ্ণুতা প্রকাশ করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক (ফেডারেল রিজার্ভ) মার্কিন অর্থনীতিতে ছয় হাজার কোটি ডলার অনুদান দিলে এ নিয়ে সমালোচনা করে চীন। বেইজিংয়ের মতে, এর মধ্য দিয়ে ওয়াশিংটন তার নিজের স্বার্থ রায় বিশ্ব অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।