ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওবামার ভারত প্রীতি পছন্দ করেনি পাকিস্তানিরা: মোশাররফ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১০
ওবামার ভারত প্রীতি পছন্দ করেনি পাকিস্তানিরা: মোশাররফ

ওয়াশিংটন: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন পেতে ভারতকে ওবামার সমর্থন দেওয়ার  বিষয়টি পছন্দ করছেনা পাকিস্তানের জনগণ। পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মোশাররফ এসপ্তাহে নিউইয়র্কে একথা বলেন।



পাকিস্তান সন্ত্রাসবাদের হুমকি। ওবামার এধরনের বক্তব্যকেও ভালো ভাবে নিচ্ছেনা পাকিস্তান। যদিও মোশাররফ স্বীকার করেন সন্ত্রাসবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয়।

মোশাররফ বলেন, ‘পাকিস্তানে ১৯৭৯ সাল থেকে গত ৩০ বছরে সন্ত্রাসবাদের উত্থান হয়েছে। বর্তমানে যে পরিস্থিতি হয়েছে তাতে সন্ত্রাসবাদের নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এবিষয়ে কোনো সন্দেহ নেই। ’

তিনি বলেন, ‘আমি অকপটে বলছি, আমি এটা আশা করিনি। আরও সহজ ভাবে বলছি, পাকিস্তানের জনগণও খুশি হবে না। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।