ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফের ভারত সরকারের সমালোচনায় অরুন্ধতী রায়

সিনিয়র করেসপন্ডেন্ট.কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০
ফের ভারত সরকারের সমালোচনায় অরুন্ধতী রায়

কলকাতা: কাশ্মির নিয়ে সমালোচনার জের কাটতে না কাটতেই ফের ভারত সরকারের সমালোচনা করেছেন বুকারজয়ী লেখিকা অরুন্ধুতী রায়।

সোমবার ভারতের উড়িশ্যা রাজ্যের ভূবনেশ্বরে এক বির্তক সভায় অরুন্ধতী রায় সরকারের সমালোচনা করে বলেন, ‘আদিবাসীদের জমি অবৈধভাবে অধিকার করেছে রাষ্ট্র।

এর প্রতিবাদে আন্দোলন করছে মাওবাদীরা। নিজেদের মাটির জন্য লড়াই করে কেউ দেশদ্রোহী হয় না। ’
 
আদিবাসীদের জমি অধিগ্রহণের জন্য ভারতের প্রধানমন্ত্রী মনোহন সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের বিরুদ্ধে সংবিধান ভঙ্গের অভিযোগ আনেন অরুন্ধুতী। সেইসঙ্গে প্রশংসা করেন ভারতে সংগ্রামরত মাওবাদীদের।
 
তিনি বলেন, ‘এ দেশে দেশপ্রেমের ব্যাখ্যা অন্যরকম। তাই মাওবাদীদের বিরুদ্ধে রাষ্ট্র লড়াই করছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আদিবাসীদের জমি বহুজাতিক সংস্থার হাতে তুলে দিয়ে পঞ্চায়েত এক্সটেনশন অব সিডিউলড আইন ভাঙছেন। ’

কাশ্মির, পাঞ্জাব ও উত্তর-পূর্ব ভারতে সেনাবাহিনী মোতায়েন থাকার সমালোচনা করে তিনি বলেন, ‘সাধারণ মানুষের বিরুদ্ধে সেনাবাহিনীকে অকারণে ব্যবহার করা হচ্ছে। ’

উল্লেখ্য, গত তিন দশক ধরে ভারতে শ্রেণী সংগ্রামের লড়াই করছে মাওবাদীরা।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।