ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন সেনা অভিযান কমানো উচিত: কারজাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০
মার্কিন সেনা অভিযান কমানো উচিত: কারজাই

ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের অবশ্যই আফগানিস্তানে সেনা অভিযানের পরিমাণ কমানো উচিত। আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই শনিবার এ মন্তব্য করেন বলে ওয়াশিংটন পোস্ট জানায়।



সংবাদপত্রটিকে প্রেসিডেন্ট বলেন, ‘এখন সময় এসেছে সেনা অভিযান কমানোর। সময় এসেছে আফগানবাসীর দৈনন্দিন জীবনের উপর থেকে পরাধিকারচর্চা কমানোর। ’

তবে সংবাদপত্রে প্রকাশিত এ মন্তব্যের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক ন্যাটো কর্মকর্তা।

পোস্টকে ওই কর্মকর্তা জানান, ‘আমরা প্রেসিডেন্ট কারজাইয়ের উদ্বেগের বিষয়টি বুঝতে পারছি। তবে এর কোনো বিকল্প আমাদের এ মুহূর্তে জানা নেই। ’

এদিকে যুক্তরাষ্ট্রের ঠিকাদারদের কোটি কোটি ডলার অর্থ দেওয়াই দেশটির সরকারের মধ্যে দুনীর্তির প্রধান কারণ বলে অভিযোগ করেন কারজাই।

কারজাই বলেন, ‘তাদের অভিযান সব সময়ই একটি সমস্যা ছিলো। তারা তখনও সমস্যা ছিলো, এখনও সমস্যা। তাদের অবশ্যই চলে যাওয়া উচিত। ’

তিনি আরও বলেন, ‘আফগানিস্তানের জনগণ কখনোই তাদের হামলা পছন্দ করেনি। যদি কোনো অভিযান পরিচালনা করতেই হয় তাহলে এটা আফগান আইনানুযায়ী দেশটির সরকার করবে। এটা আমাদের মধ্যে অব্যাহত একটি মতানৈক্য। ’

তালেবান দমনে মার্কিন সরকারের পাকিস্তানে আরও বেশি মনোযোগী হওয়া উচিত এবং আফগানিস্তানের উন্নয়ন প্রকল্প ও বেসামরিক সহযোগিতার উপর জোর দেওয়া উচিত বলেও কারজাই মন্তব্য করেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।