ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৩৩ খনিশ্রমিককে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন ব্র্যাড পিট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০
৩৩ খনিশ্রমিককে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন ব্র্যাড পিট

সান্তিয়াগো: হলিউডের অভিনেতা ব্র্যাড পিটের মালিকানাধীন কোম্পানি চিলির ৩৩ জন খনিশ্রমিকের ঘটনায় চলচ্চিত্র নির্মাণ করবে। স্থানীয় গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।



খনিশ্রমিকদের একজন আইনজীবী দৈনিকপত্রিকা এল মারকুরিওকে জানায়, ব্র্যাড পিটের ‘প্ল্যান বি’ কোম্পানি শ্রমিকদের সান হোসে খনির অভ্যন্তরে আটকে পড়া ও উদ্ধার ঘটনায় চলচ্চিত্র নির্মাণ করবে।

দৈনিকটির মতে, এ চলচ্চিত্রে খনিশ্রমিকদের মধ্যে কেউ কেউ অভিনয় করতে পারেন। প্ল্যান বি এর আগে অনেকগুলো ছবি নির্মাণ করেছে। এগুলোর মধ্যে দি টাইম ট্রাভেলার্স ওয়াইফ, কিক অ্যাস ও ইট, প্রে, লাভ অন্যতম।

আইনজীবী এডগার্দো রেইনোসো জানান, পিটের কোম্পানিটি এ নিয়ে চলচ্চিত্র নির্মাণের সত্ত্বাধিকার পেতে বহু অর্থের প্রস্তাব করেছে।

দীর্ঘ ৬৯ দিন খনির ভেতরে আটকে থাকার পর গত ১৩ অক্টোবর ৩৩ জন শ্রমিককের উদ্ধার করা হয়। পৃথিবীতের এরকম ঘটনা  এটাই প্রথম।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।