ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের কয়লা খনিতে আটকে পড়া ২৯ শ্রমিক মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০
নিউজিল্যান্ডের কয়লা খনিতে আটকে পড়া ২৯ শ্রমিক মারা গেছেন

গ্রেমাউথ: নিউজিল্যান্ডে কয়লাখনিতে আটকে পড়া ২৯ শ্রমিক মারা গেছেন। বুধবার সকালে উদ্ধারকারী দলের প্রধান একথা নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষ জানান, দুটি ক্যামেরা নিয়ে সেনা রোবট খনির অভ্যন্তরে পাঠানো হয়েছে। সেখানে শ্রমিকদের হেলমেট দেখা গেছে। লাইট জ্বলে থাকতে দেখা গেছে। কিন্তু কাউকে দেখা যায়নি।

পুলিশের সুপারিনটেনডেন্ট গ্রে নিউয়েল খনিশ্রমিকদের মৃত্যুর কথা শ্রমিকপরিবারের সামনে ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তারা জানান, উদ্ধারকাজ চালানোর সময় খনি থেকে উচ্চ মাত্রায় কার্বন মনোক্সাইড এবং মিথেন গ্যাস নির্গত হতে দেখাগেছে। যেখানে অক্সিজেনের মাত্রা খুবই কম।

বাংলাদেশ সময়: ১১৩০ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।