ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দ. কোরিয়ার দ্বীপ থেকে আরও দুটি লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০

ইনচিঅন: দক্ষিণ কোরিয়ার ইয়োনপইয়ং দ্বীপে নির্মাণাধীন ভবনের কাছ থেকে বুধবার  দুইজন বেসামরিক নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে উত্তর কোরিয়ার মঙ্গলবারের হামলায় নিহতের সংখ্যা চার জনে পৌঁছেছে।

কোস্ট গার্ড এ তথ্য জানিয়েছে।

তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। হামলায় ১৮জন আহত হয়েছে।

এদিকে মঙ্গলবার উত্তর কোরিয়া ১৭০ রাউন্ড গুলিবর্ষণ করেছে। জবাবে দক্ষিণ কোরিয়া  ৮০ রাউন্ড গুলি বর্ষণ করে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

১৯৫০-৫৩ সালে দুই কোরিয়ার যুদ্ধের পর মঙ্গলবার এতো বড় ধরনের গুলি বিনিময়ের ঘটনা ঘটলো।  

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬১০ঘণ্ট, নভেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।