ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উ.কোরিয়াকে নিয়ন্ত্রণ করতে চীনের সহায়তা চেয়েছে জাপান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০
উ.কোরিয়াকে নিয়ন্ত্রণ করতে চীনের সহায়তা চেয়েছে জাপান

টোকিও: উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণ করতে জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান বুধবার চীনের সহায়তা চেয়েছেন। দক্ষিণ কোরিয়ার দ্বীপে গোলা নিক্ষেপের পর মন্ত্রিসভার বৈঠকে  কান ওই আহবান জানান।



কান তার প্রতিক্রিয়ায় বলেন, এ ঘটনা শুধু  দ.কোরিয়ায়ই চরম উদ্বেগের জন্ম দেয়নি, ঘটনাটি জাপানসহ পূর্ব এশিয়ার জন্যও উদ্বেগের বিষয়।  

জিলি পত্রিকা জানিয়েছে, দ. কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়াং বাকের সঙ্গে নাওতো কান টেলিফোনে আলাপ করেছেন। দুই নেতা পিয়ংইয়ংকে দমনে চীনের সহায়তা প্রত্যাশার  বিষয়ে একমত হয়েছেন।

পরমাণু কর্মসূচি পরিচালনা ও ক্ষেপণাস্ত্র তৈরির জন্য উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাপান অবরোধ আরোপের আহবান জানিয়ে আসছে।

মঙ্গলবার উত্তর কোরিয়া প্রথমে গোলা নিক্ষেপ করার পর দক্ষিণ কোরিয়ার দুই মেরিন সেনা নিহত এবং ১৫ জন আহত হয়েছে।


বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।