ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাই হামলার সঙ্গে আইএসআইকে জড়ানো অযৌক্তিক: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০
মুম্বাই হামলার সঙ্গে আইএসআইকে জড়ানো অযৌক্তিক: পাকিস্তান

ইসলামাবাদ: পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টিলিজেন্টকে (আইএসআই) মুম্বাই হামলার সঙ্গে জড়ানো অযৌক্তিক বলে উল্লেখ করেছে পাকিস্তান। সংস্থার প্রধানসহ অন্যদের বিরুদ্ধে একটি মার্কিন আদালত থেকে সমন জারির  পর পাকিস্তান ওই মন্তব্য করলো।



আইএসআই-এর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন আদালত সমন জারির বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী একথা বলেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল বাসিত জানান, পাকিস্তান ওই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছে। তিনি বলেন, মুম্বাই হামলার সঙ্গে জড়িত সাতজনের বিচার কার্যক্রম পাকিস্তানে চলছে। তাই আইএসআইকে ওই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত করার চেষ্টা খুবই অনৈতিক।

মুম্বাই হামলায় নিহত দুই মার্কিন নাগরিকের পরিবারের পক্ষে আদালতে মামলা করা হলে আদালত ওই সমন জারি করেন। বাসিত জানান, সমন জারির বিষয়টি তারা গণমাধ্যম থেকে জানতে পেরেছেন।

পাকিস্তানের রাওয়াল পিন্ডিতে সন্ত্রাস বিরোধী আদালতে মুম্বাই হামলায় জড়িত অভিযোগে সাত জনের বিচার কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।