ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শিশুদের বোতলে বিসফেনল নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০
শিশুদের বোতলে বিসফেনল নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় কমিশন শিশুদের জন্য তৈরি বোতলে ব্যবহৃত বিসফেনল-এ নামে এক ধরনের রাসায়নিক নিষিদ্ধ করেছে।

এই রাসায়নিক উপদানটি শিশুর বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় বলে আশঙ্কা করছে কমিশন।

আগামী বছর থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

ইউরোপীয় কমিশনের একজন মূখপাত্র জানান, নির্দিষ্ট সময়ের এক মাস আগেই গত বৃহস্পতিবার বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি কমিটিতে এ বিষয়ক প্রস্তাবটি উপস্থাপিত হয় এবং পাশ হয়।

বিভিন্ন সময় ক্ষতিকর বিসফেনল নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর যুক্তরাষ্ট্র ২০০৯ সালে তাদের নিজেদের বাজারের জন্য তৈরি বোতলে ওই রাসায়নিকটি ব্যবহার নিষিদ্ধ করেছে । যদিও অন্য দেশে বিক্রির জন্য তৈরি বোতলে বিসফেনল ব্যবহার অব্যাহত রেখেছে তারা।

ইউরোপীয় পার্লামেন্ট গত জুনে বিসফেনল ব্যবহার নিষিদ্ধ করার আহ্বান জানায়।

খাদ্য ও পানীয় বহনের জন্য শক্ত এবং স্বচ্ছ বোতল তৈরিতে এই রাসায়নিকটি ব্যবহার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩২৮ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।