ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পরোক্ষ ধূমপানে বিশ্বে বছরে ৬ লাখ মানুষের মৃত্যু হয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০
পরোক্ষ ধূমপানে বিশ্বে বছরে ৬ লাখ মানুষের মৃত্যু হয়

ডব্লিউএইচও: প্রতিবছর পরোক্ষ ধূমপানে বিশ্বের ছয় লাখ লোক মারা যায়। এর মধ্যে একতৃতীয়াংশই শিশু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণায় এতথ্য জানাগেছে।  

১৯২টি দেশে গবেষণাটি পরিচালিত হয়। এতে দেখাগেছে, পরোক্ষ ধূমপান শিশুদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এর প্রভাবে শ্বাসকষ্টজনিত রোগ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েই বেশিরভাগ মানুষের মৃত্যু হচ্ছে।

পরোক্ষ ধূমপানে হৃদরোগ, শ্বাসপ্রশ্বাস জনিত রোগ এবং ফুসফুসে ক্যানসার হয়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধূমপান বিরোধী কর্মসূচির কর্মকর্তা এবং ওই গবেষণা দলের প্রধান আরমান্ড পারুগা জানান, এ থেকে আমরা বুঝতে পারি ধূমপান জনিত কারণে কত মানুষ মারা যান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে ধূমপান সংশ্লিষ্ট রোগে আক্রান্ত হয়ে বিশ্বের এক লাখ ৬৫ হাজার শিশু মারা যায়। এদের অধিকাংশই দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকার। শিশুরা অন্য যে কোনো রোগের চেয়ে ধূমপান জনিত রোগে বেশি আক্রান্ত হয়।

উল্লেখ্য ২০০৪ সালের গবেষণায় বলা হয়েছিল বিশ্বের ৪০ ভাগ শিশু, ৩৩ ভাগ অধূমপায়ী ব্যক্তি ও ৩৫ ভাগ অধূমপায়ী নারী প্রকাশ্যে ধূমপানের শিকার হন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।