ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পেলেন কিম কাওয়ান-জিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পেলেন কিম কাওয়ান-জিন

সিউল: দক্ষিণ কোরিয়ার নতুন প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক জয়েন্ট চীফ অব স্টাফ কিম কাওয়ান-জিন নতুন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

তিনি সাবেক প্রতিরক্ষা মন্ত্রী কিম তায়ে-ইয়াং-এর স্থলাভিসিক্ত হলেন।

প্রেসিডেন্ট লি মিয়াং বাকের কার্যালয়ের কর্মকর্তা চুয়াং উ ডেক শুক্রবার একথা ঘোষণা করেন।

মঙ্গলবারের উত্তর কোরিয়ার হামলার দুর্বল জাবাব দেওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট। এরই পরিপ্রেক্ষিতে  প্রতিরক্ষা মন্ত্রী পরিবর্তনে বাধ্য হন লি।  

প্রেসিডেন্টের সেক্রেটারি হং সাং-পেও সংবাদ সম্মেলনে জানান, আমরা মনে কির কিম তার দক্ষতা প্রমাণ করতে পারবেন এবং জনগণের আস্থা অর্জন করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।