ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০
মিশরে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু

কায়রো: মিশরে রোববার সকালে শুরু হয়েছে সংসদ নির্বাচন। স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু  হয়ে চলবে সন্ধা ৭ টা পর্যন্ত।

নির্বাচনে প্রায় ৪ কোটি ১০ লাখ ভোটার ভোট দেবেন।

ধারণা করা হচ্ছে, এ নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির ক্ষমতা আরও সুসংহত হবে।

অবশ্য আরব দেশগুলোর মধ্যে জনবহুল এ দেশটিতে সরকারবিরোধী ইসলামপন্থিদের উপর দমন-পীড়ন এ নির্বাচনে প্রভাব ফেলতে পারে।

প্রেসিডেন্ট হোসনি মোবারকের ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক দল আশা করছে, পার্লামেন্টে ৫০৮টি আসনের মধ্যে তারা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিপুল জয় পাবে।

অন্যদিকে, প্রধান বিরোধীদল পঞ্চম সংসদের তুলনায় অনেক বেশি আসনে জয় পাবে বলেও আশা করছে। ২০০৫ সালে গত পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিকে, নির্বাচন কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা এড়াতে নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এরআগে, মুসলিম ব্রাদারহুড দলের একহাজারের বেশি সমর্থককে নির্বাচনী প্রচারনার সময় অথবা পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গত সপ্তাহে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে দলের লিফলেট বিতরণ এবং প্রচারণার অভিযোগে ১১ জনকে দুই বছর করে কারাদণ্ড দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।