ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সর্বোচ্চ সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সর্বোচ্চ সতর্কতা

জাকার্তা: ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমো আগ্নেয়গিরিতে রোববার আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। জাভা দ্বীপে অবস্থিত এ আগ্নেয়গিরি থেকে উদগিরিত ছাই বিমান চলাচলের জন্য বিপদজনক হতে পারে বলে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন।



আগ্নেয়গিরি থেকে উদগিরিত ছাই মালাং শহরের আব্দুররহমান সালেহ বিমান বন্দরের কাছাকাছি পৌঁছে গেছে বলে আগ্নেয়গিরিবিদ্যা এবং ভূতাত্ত্বিক উপশম কেন্দ্রের প্রধান গেদে সুয়ান্তিকা জানান।

এদিকে গত শুক্রবার থেকে মাউন্ট ব্রোমো আগ্নেয়গিরির আশেপাশের এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। একইসঙ্গে পর্যটকদের এলাকাটি পরিদর্শনের উপর সীমাবদ্ধতা আরোপ করা হলেও স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নিদের্শ দেওয়া হয়নি।

জাকার্তা থেকে ৭৫০ কিলোমিটার পূর্বের ২ হাজার ৩২৯ মিটার উচ্চতার এ আগ্নেয়গিরিটি জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। ২০০৪ সালে শেষবারের মত এ আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয় এবং দু’জন পর্যটক নিহত হন।    

ইন্দোনেশিয়ায় প্রায় ৫০০ আগ্নেয়গিরি আছে। এরমধ্যে ১৩০টি সক্রিয় এবং ৬৮টিকে খুবই বিপদজনক বলে চিহ্ণিত করা হয়েছে। ‎

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।