ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গুলিতে ফিলিপাইনের ভাইস মেয়র নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

ম্যানিলা: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশের ভাইস-মেয়র রোববার বন্দুকধারীর গুলিতে আলেক্সান্ডার তোমাবিস নিহত হয়েছেন।

রাজনৈতিক দ্বন্দ্বে প্রদেশটিতে গেল বছর মারাত্মক হত্যাযজ্ঞের ঘটনা ঘটে।



আঞ্চলিক পুলিশের সদরদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সন্দেহভাজন দুই কিশোর ম্যাগুইন্দানাও প্রদেশের বারিরা শহরের ভাইস-মেয়র আলেক্সান্ডার তোমাবিসকে লক্ষ্য করে গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

কয়েকটি মুসলিম গোষ্ঠী দীর্ঘদিন ধরে সহিংসতার মধ্যদিয়ে প্রদেশটির নিয়ন্ত্রণ গ্রহণে তৎপর রয়েছে। ফলে কৃষি সমৃদ্ধ প্রদেশটি দারিদ্র্যকবলিত হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।