ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে ক্ষমতাসীন দলের বিপক্ষে করা মামলা খারিজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০
থাইল্যান্ডে ক্ষমতাসীন দলের বিপক্ষে করা মামলা খারিজ

ব্যংকক: থাইল্যান্ডের ক্ষমতাসীন ডেমোক্র্যাট পার্টির বিরুদ্ধে দায়ের করা মামলা সোমবার খারিজ করে দিয়েছে দেশটির সাংবাবিধানিক আদালত। দেশটির নির্বাচন কমিশন ওই পার্টির বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পত্তির অপব্যবহারের অভিযোগ আনে।



আদালত জানায়, অভিযোগটি যথাযথভাবে দাখিল করা হয়নি।

ব্যাংককের একজন বিচারক উদোমসাক নিতিমনত্রি বলেন, ‘নির্বাচন কমিশনের দায়ের করা অভিযোগটি অসাংবিধানিক। কেননা, এটা সঠিক প্রক্রিয়ায় করা হয়নি। ’

আদালদের এই সিদ্ধান্তে ফলে প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভার দলটি বিলুপ্ত হওয়া থেকে রা পেল।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।