ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উইকিলিকসের প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১০
উইকিলিকসের প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওয়াশিংটন: উইকিলিকসের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইন্টারপোল। মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও গোপন কূটনৈতিক নথি ফাঁসের দায়ে বুধবার তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।



এদিকে নতুন আরও গোপন তথ্য ফাঁসের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর কিছু কূটনৈতিক বার্তায় সেনা প্রবেশের সুবিধা বাতিল করা হয়েছে। এসব তথ্য প্রকাশের কারণে সম্প্রতি ফ্রান্স ও পাকিস্তনের মতো দেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
উইকিলিকসের প্রতিষ্ঠা ও অস্ট্রেলীয় কম্পিউটার হ্যাকার জুলিয়ান অ্যাসাঞ্জের (৩৯) বিরুদ্ধে ধর্ষণ ও নিগ্রহের মামলা আছে। এ বিষয়ে প্রশ্ন করার জন্য তাকে খুঁজছে সুইডেন। তবে এ অভিযোগ অস্বীকার করেন অ্যাসাঞ্জে।

এদিকে ফ্রান্সের লিয়ন ভিত্তিক ইন্টারপোল এর সব সদস্যকে অ্যাসাঞ্জের বিরুদ্ধে সতর্ক করে দেন এবং তাকে দেখা মাত্র গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।

গোপন তথ্যাদি ফাঁসের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটনের পদত্যাগ করা উচিত বলে অ্যাসাঞ্জে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন। কেননা তিনি বিদেশি কর্মকর্তা বিশেষত জাতিসংঘের উপর নজরদারির নির্দেশ দিয়েছিলেন বলে এসব নথিপত্রে জানা যায় ।

তবে হিলারি এসব দলিলপত্র তৈরি করনেনি এবং এখানে প্রণালীবদ্ধভাবে তার নাম সংযুক্ত করা হয়েছে বলে পরারষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফিলিপ ক্রাউলি দাবি করেন।

কিন্তু দুই লাখ ৫০ হাজার গোপন দলিল কিভাবে প্রকাশিত হয়ে পড়লো এ বিষয়ে উইকিলিকস বা মার্কিন কর্তৃপক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে সাবেক সেনা গোয়েন্দা বিশ্লেষক ব্র্র্যাডলি ম্যানিয় (২৩) এর সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

এর আগে ২০০৭ সালে উইকিলিকসে প্রকাশিত ভিডিওতে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার হামলায় বেসামরিক সাংবাদিকের নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে ম্যানিয়কে গ্রেপ্তার করা হয়েছিলো।
 
কিন্তু এত স্পর্শকাতর তথ্যের ক্ষেত্রে কিভাবে নিম্ন পদস্থ কর্মকর্তাকে বিশ্বাস করা হলো এ বিষয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছে পেন্টাগন।  

সাম্প্রতিক তথ্যে পাকিস্তানের সেনা প্রধানের দেশটির বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে অভ্যুত্থানের পরিকল্পনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির ইরাকে সেনা প্রেরণের বিষয়টি বিবেচনার কথা উল্লেখ করা হয়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।