ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নরওয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা কঠিন: চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১০
নরওয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা কঠিন: চীন

বেইজিং: নরওয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা কঠিন বলে জানিয়েছে চীন। ওসলো ভিত্তিক নোবেল কমিটি চলতি বছর চীনের ভিন্নমতাবলম্বীকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতবিার এ মন্তব্য করে দেশটি।



চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াঙ্গ ইয়ু সাংবাদিকদের বলেন, ‘নরওয়ের সঙ্গে এখনও অতীতের মত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এখন জটিল হয়ে পড়েছে। ’

চলতি বছরের অক্টোবরে চীনের লিউ জিয়াওবোকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।

কিন্তু নাশকতার অভিযোগে ২০০৯ সালের ডিসেম্বরে জিয়াওবোকে ১১ বছরের কারাদণ্ড দেয় চীনের সরকার। মূলত দেশটিতে  গণতান্ত্রিক সংস্কারের জন্য ইশতেহার ০৮’র সহলেখক হিসেবে আত্মপ্রকাশের পর তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে জিয়াওবোকে এ পুরস্কার দেওয়ার ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখায় চীন। একইসঙ্গে এটা অপরাধকে উসকে দেওয়া সামিল বলেও নরওয়ের নোবেল কমিটির সমালোচনা করে দেশটি।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।