ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওএসসিই’র ক্ষমতা বাড়ানোর লড়াই নেতাদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১০
ওএসসিই’র ক্ষমতা বাড়ানোর লড়াই নেতাদের

অ্যাস্তানা: আলোচনার মধ্য দিয়ে কার্যপ্রাণালী বাস্তবায়নে রীতিমত লড়াই করেছেন ওএসসিই’র সদস্য রাষ্ট্রের নেতারা। এ কার্যপ্রণালী গ্রহণ করা হলে তা আন্তঃআটলান্টিক নিরাপত্তা দলের শক্তি বাড়াতে সাহায্য করবে।



ইউরোপ ও প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের মধ্যে সম্প্রতি সংঘাত কমানোর প্রচেষ্টা কমে আসছে বলে প্রায় এক দশক পর প্রথম অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্ব নেতারা উল্লেখ করেন।

সম্মেলনে অংশ নেওয়া ৫৬টি সদস্য রাষ্ট্র এর সঙ্গে ঐক্যমত প্রকাশ করায় এখন যেকোনো একটি দেশ এককভাবে কার্যপ্রাণালীর চূড়ান্ত ইশতেহার ও নির্মাণ কাঠামো ঘোষণা করতে সক্ষম হবে। এর মধ্য দিয়ে সংস্থাটির ভবিষ্যৎ কার্যপ্রণালী নির্ধারিত হবে বলে কূটনীতিকরা আশা করছেন।

সম্মেলনের চূড়ান্ত অধিবেশনে আয়োজক দেশ কাজাখস্তানের প্রেসিডেন্ট নূরসুলতান নাজারবায়েভ বলেন, ‘এখন যেকোন মুহূর্তে আমরা একটি ঘোষণার বিষয়ে সম্মত হতে এবং সব ভেদাভেদ কাটিয়ে উঠতে পারবো বলে আমি আশা করছি। ’

‘আমি আপনাদের সমর্থনের অপেক্ষা করছি। ইতিহাস আমাদের এক অন্যন্য সুযোগ দিচ্ছে এবং এ সুযোগ হারানো হবে ক্ষমার অযোগ্য। ’

তার সঙ্গে সুর মিলিয়ে লুথিয়ানিয়ার প্রেসিডেন্ট দালাই গ্রেবাউসকাইতে বলেন, ‘আমাদের এখনও কিছু কাজ শেষ করা বাকি। আমাদের ঐক্যমতের বিষয়টি প্রকাশ করা প্রয়োজন। সময়েই তা প্রমাণিত হবে এবং তা শুধু মজাদার খাবার ও বৈঠকের মধ্যে সীমাবদ্ধ থাকবেনা। ’

উল্লেখ্য, ওএসসিই’র পরবর্তী সম্মেলনের আয়োজক দেশ লুথিয়ানিয়া।     

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।