ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষাসংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বামফ্রন্টের

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১০

কলকাতা: লোকসভা, পঞ্চায়েত আর পুরসভার নির্বাচনে জয়ের পর রাজ্যের বিরোধী দল তৃণমূল কংগ্রেস ব্যাপক ধাক্কা খেল পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষাসংসদ নির্বাচনে। রাজ্যজুড়ে হওয়া এই নির্বাচনে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ফল ঘোষণার পর দেখা গেছে বামফ্রন্ট পরিবর্তনের হাওয়াকে রুখে দিয়ে প্রায় সবক’টি আসনেই জয়ী হয়েছে।



রোববার রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষাসংসদের ১৯২টি আসনে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ হয়। প্রায় ৯৩ শতাংশ ভোট পড়ে। এই ভোটে এবার তৃণমুল ও কংগ্রেসের সঙ্গে সরাসরি লড়াইয়ে নামে সিপিএমের নেতৃত্বে বামফ্রন্ট। শাসকদল ও বিরোধীরা এই ভোটকে কেন্দ্র করে জেলায় জেলায় বাড়ি বাড়ি ঘুরে প্রচারণা চালায়।

আসন্ন বিধানসভার ভোটের আগে এই মর্যাদা রক্ষার নির্বাচনে গতবারে জেতা আসনের বাইরে বিরোধীদের থেকে ২টি আসন ছিনিয়ে নেয় বামফ্রন্ট। অন্যদিকে, তৃণমূল জোট পেয়েছে মাত্র ৭টি আসন। পশ্চিমবঙ্গের ১৯টি জেলার মধ্যে ১৭টি জেলায় বিরোধী তৃণমূল জোট একটি আসনেও জিততে পারেনি।

প্রাথমিক শিক্ষা সংসদ শুক্রবার জানায়, ‘উত্তর ২৪ পরগনা জেলার ১৫টি আসনে জয়ী বামফ্রন্ট। কলকাতার ৯টা আসনে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হুগলী, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া ও পশ্চিমমেদিনীপুর সহ জঙ্গলমহল, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, নদীয়ার সবকটি আসনই গেছে বামেদের দখলে। ’

অন্যদিকে, তৃণমূলের নিজস্ব এলাকা বলে পরিচিতি নন্দীগ্রাম আন্দোলনখ্যাত পূর্ব মেদিনীপুরের ১২টি আসনের মধ্যে ৭টি আসন জিতে বামফ্রন্ট বিস্ময়ের সৃষ্টি করেছে।

দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১৫টির মধ্যে ১৩টি আসনে বিপুল ভোটে জিতেছে বামফ্রন্ট। উল্লেখ্য, এই দুটি জেলার প্রায় সবকটি লোকসভা, পুরসভা ও জেলাপরিষদ আসন তৃণমূলের দখলে রয়েছে।

এদিকে, অনেকদিন পরে এই বিপুল জয়ে স্বাভাবিকভাবেই উল্লসিত বামশিবির। এই জয়ের জন্য পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজকে অভিনন্দন জানিয়েছেন রাজ্য বামফ্রন্টের সভাপতি ও সিপিএমের সম্পাদক বিমান বসু। এদিন তিনি বলেন, এই জয় প্রমাণ করল রাজ্যের মানুষ, যার মধ্যে শিক্ষকরাও পড়েন, তারা আসলে কী পরিবর্তন চাইছেন।

বিরোধী তৃণমুল কংগ্রেসের কেউ এনিয়ে কোন প্রতিক্রিয়া জানাননি। প্রদেশ কংগ্রেস সভাপতি মানস ভুইঁয়া বলেছেন, ‘এখানে ফল যাই হোক, বিধানসভায় আমরা জিতবই। ’

ভারতীয় সময়: ১২০০ ঘন্টা, ৩ ডিসেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।