ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উইকিলিকস বিষয়ে বিশ্ব নেতাদের কাছে হিলারির দুঃখ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১০
উইকিলিকস বিষয়ে বিশ্ব নেতাদের কাছে হিলারির দুঃখ প্রকাশ

ওয়াশিংটন: মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন গত এক সপ্তাহ ধরে আফগানিস্তান ও পাকিস্তানের প্রেসিডেন্টসহ ১২ জন বিশ্ব নেতার সঙ্গে কথা বলেছেন। তিনি উইকিলিকসে মার্কিন গোপন নথি ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতে ওই নেতাদের কাছে দুঃখ প্রকাশ করেন।

 

বৃহস্পতিবার তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজ দি ক্রিচনারের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পি জে ক্রাউলি এ বিষয়ে বলেন, ‘দেশগুলোর সঙ্গে সম্পর্কের গুরুত্ব নিয়ে তারা কথা বলেছেন। গোপন নথি ফাঁস হয়ে যাওয়ার জন্য এসময় হিলারি উভয় দেশের প্রেসিডেন্টের কাছে দুঃখ প্রকাশ করেন। ’

ক্রাউলি আরও বলেন, ‘উভয় আলোচনাতেই তারা সামনে এগিয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে পাকিস্তান ও আর্জেন্টিনার প্রেসিডেন্টও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বন্ধুত্ব ও গুরত্বের কথা তুলে ধরেন। ’

মার্কিন গোপন নথির প্রকাশ শুধু যুক্তরাষ্ট্র নয় পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় আঘাত বলে হিলারি উল্লেখ করেন। গত সপ্তাহে এ ওয়েবসাইটি দুই লাখ ৫০ হাজার মার্কিন গোপন দলিল ফাঁস করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী হিলারি এ পর্যন্ত লাইবেরিয়ার প্রেসিডেন্ট, চীনের রাষ্ট্রীয় পরিষদের সদস্য ও পররাষ্ট্র মন্ত্রীসহ কানাডা, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন এবং সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন।

একইসঙ্গে জাপান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গেও আলোচনা করেন হিলারি । তবে উইকিলিকসের প্রকাশিত দলিলে এ দেশ দু’টির উল্লেখ নেই।
 
এ বিষয়ে ক্রাউলি বলেন, ‘শুক্রবার তিনি চীন, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, আফগানিস্তান এবং সৌদি আরবের নেতাদের সঙ্গে কথা বলেন। শনিবার কানাডা এবং রোববার আবারও চীনের সঙ্গে কথা বলেছেন তিনি। ’

‘চীনের রাষ্ট্রীয় পরিষদের সদস্য দায়ে ও পররাষ্ট্র মন্ত্রী ইয়াঙ্গ এর সঙ্গে বৈঠকে দক্ষিণ কোরিয়া বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এসময় উইকিলিকস বিষয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়ে থাকতে পারে। ’

ক্রাউলি আরও বলেন, ‘মঙ্গলবার তিনি লাইবেরিয়ার প্রেসিডেন্ট জনসন সারলিফের সঙ্গে কথা বলেন। একইসঙ্গে প্রেসিডেন্ট জারদারি ও ফার্নান্দেজ দি ক্রিচনারের সঙ্গে কথা বলেন হিলারি। এভাবে শিডিউল অনুযায়ী তিনি আলোচনা চালিয়ে যাবেন। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।